ছোট্ট মেয়ে অর্পিতা থাকে দিল্লি শহরে। স্কুলে ক্লাস সেভেন-এ পড়ার পাশাপাশি কথ্থক নৃত্য শেখে আর আঁকে অনেক অনেক ছবি----যার বেশিরভাগই বাবার মুখে শোনা আফ্রিকার গল্পের, কারণ অর্পিতার বাবা চাকরি করেন ইথিওপিয়ায়। ঘরে দাদুর মুখে শোনে রামায়ণ আর পঞ্চতন্ত্রের গল্প। অর্পিতার ছবিতে এ'সব ঘুরে ফিরে আসে। ওর ভাইটা দুষ্টু, ওর আঁকা ছবির ওপরই ছবি এঁকে ফেলে, অবশ্য ওর মায়ের চোখ এড়িয়ে।