ISSN 1563-8685




জন্মের কাছাকাছি

অন্য শপথের থেকে কীভাবে দূরে সরে যাও!
আলোর প্রান্তরেখা থেকে আরও প্রান্তরের দিকে সরে যাও।
এখন স্থির হয়ে এখানে বসেছে পাথরের মহামেঘ
দৃঢ়, দূরাগত ধ্বনি তার, ভালোবাসার অনেক কাছে এসে
বলতে পারেনা কিছু। চুপ করে থাকে।
আমাদেরও কেমন আশ্চর্য—তারাপিণ্ডের মতো চোখজ্বলা
দু'চোখে প্রবেশ নিষেধ করেছি যাতায়াত—
তবু কীভাবে আলো এসে পড়ে সুতীব্র মণির ভিতর
কীভাবে তোমার শপথ, অনির্দিষ্ট তারকার দিকে যায়!

মৃতপ্রায় ধ্বনিটি কীভাবে জন্মের কাছাকাছি আসে!



(পরবাস-৫০, ফেব্রুয়ারি, ২০১২)