ISSN 1563-8685




দু'টি কবিতা

এই বর্ষায়ঃ ১০

রিনিকে তুমুল আদর

রিনি কে     আর তোর্ষা?

এক ব্রিজের অপেক্ষা     বৃষ্টির একটানা ঠেক
এরকম হয়
রিনি আর তোর্ষা চেয়ে থাকে
    ঘাম দিয়ে ট্রেন চলে যায়

সায়ংকালীন ঘাম

যা একটি বা দুটি পাতা ধরে রেখেছিলো
ভেবেছিলাম শিশির

ভেবেছিলাম রায়মাটাং-এ


এই বর্ষায়ঃ ১১


গ্রীবায়
হাফটোন শিমূল উত্থান     একরতি ইনজুরি টাইম
বৃষ্টি
হঠাৎ এলো
পাড়ার জোছনা চলে গেলো বেপাড়ার পাৎলুনে
ডাকি
পাশের বাড়িকে
সেই নিয়তিজড়ানো মেহবুবাকে
আহ্লাদীকে

তুমি এলে
অনেকদিনের পরে যেন
পুরোটা না গেয়ে রুটিতে লাগিয়ে দিই
ডুগি হাসে
তবলা মচকায়
কারণ বৃষ্টি     কারণ বৃষ্টিরা একদিন হবে বেগানা কাশফুল

বা
ঐ গ্রীবা
অসংখ্য জ্বর নিয়ে     আটখানা আকাশ নিয়ে
ক্রমশ জলবিহার

হবে হবে
কিছুটা আমোদ পৃথিবীরও



(পরবাস-৪৯, অক্টোবর, ২০১১)